Last Updated: Wednesday, September 11, 2013, 18:42
আকর্ষণ কমছিল ক্রেতাদের কাছে। কালো-সাদা অবতার আর মন কাড়তে পারছিল না টিন এজারদের। অভিযোগ ছিল দাম নিয়েও। সবমিলিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে এঁটে উঠতে পারছিল না আইফোন। বিশেষত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার চিনে গো হারা হারতে হচ্ছিল স্টিভ জোবসের মানসপুত্রকে। কিন্তু আর নয়। নয়া অবতার আই ফোন ফাইভ এস ও ফাইভ সি-কে হাতিয়ার করে চিন ও ভারতের বাজার দখলের লড়াইয়ে নামছে অ্যাপল।