Last Updated: Friday, January 4, 2013, 20:53
মৈত্রীর সিরিজে কাঁটার দাগ। ভিসা বিতর্কের জেরে ভারত সফর বাতিল করলেন প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ৷ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ হওয়ায় মিঁয়াদাদকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তার জেরেই প্রাক্তন এই ক্রিকেটার সফর বাতিল করলেন বলে খবর।