Last Updated: Monday, February 20, 2012, 23:54
আজ একুশে ফেব্রুয়ারি। বাঙালির পক্ষে বড় শ্লাঘার দিন। ৬০ বছর আগের এই দিনটিতেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার সমঅধিকার (উর্দুর পাশাপাশি) চেয়ে ঢাকার রাজপথে নেমেছিল বাঙালি ছাত্রসমাজ। আর তার জবাবে জুটেছিল বুলেট। রফিকউদ্দিন আহমেদ, আবদুস সালাম, আবুল বরকত, আবদুল জব্বারের রক্তে লাল হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর।