সারা রাজ্যে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সারা রাজ্যে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সারা রাজ্যে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবসের সকালে পদযাত্রায় সামিল হলেন বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা। গান করে গোটা আশ্রম প্রদক্ষিণ করে ছাত্রছাত্রীদের পদযাত্রা। এরপর অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করেন পড়ুয়ারা। সেখানেই অনুষ্ঠানের আয়োজন। কথায় গানে ভাষা শহিদদের স্মরণ। বিকেলে ভাষা শহিদ সদনে মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

মধ্যরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলেন বসিরহাটের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী থেকে স্কুল কলেজ পড়ুয়ারা। রাত বারোটায় বসিরহাট টাউন হল থেকে মোমবাতি নিয়ে পদযাত্রায় সামিল হন বসিরহাটের বাসিন্দারাও। পদযাত্রা শেষ হয় সূর্যকান্ত উদ্যানে। সেখানে শহিদ বেদিনে ফুল ও মালা দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

হুগলির আরামবাগে ভাষা দিবস উপলক্ষ্যে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে সবুজায়নের উদ্যোগে পদযাত্রায় অংশ নেন আরামবাগের বাসিন্দারা। গৌরহাটি মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত এই পদযাত্রার উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী ভক্তিপ্রিয়ানন্দ। পদযাত্রায় অংশ নেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। বিকেলে রবীন্দ্র ভবনে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাতৃভাষা দিবসের সকালে পদযাত্রায় সামিল হলেন নদিয়ার শিমুরালির বাসিন্দারা। স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়। এরপর কথায় গানে ভাষা শহিদদের স্মরণ। অস্থায়ী শহিদ বেদিতে ফুল ও মালা দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ।

First Published: Friday, February 21, 2014, 14:32


comments powered by Disqus