Last Updated: Sunday, May 19, 2013, 20:13
শুরুর আগে যে দলটা ধারেভারে অন্যতম শক্তিশালী তারাই আইপিএল সিক্সে সবার শেষে থাকল। রবিবার পুণে ওয়ারিয়র্সের কাছে ৩৮ রানে হেরে আইপিএল সিক্সে সবার শেষে থাকল দিল্লি ডেয়ারডেভিলস। যে দলে ডেভিড ওয়ার্নার, দিলশান, বীরেন্দ্র সেওয়াগের মত ওপেনার আছে, তিনে নামেন জয়বর্ধনে, ইউসুফ পাঠানের মত অলরাউন্ডার আর মর্নি মর্কেল-উমেশ যাদবের মত বোলার দলে।