Last Updated: May 11, 2013 23:39

হায়দরাবাদ- ১৫০/৭, পঞ্জাব-১২০/৯
এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ হয়ে গেল কিংস ইলেভেন পঞ্জাবের। শনিবার চণ্ডিগড়ে সান রাইজার্সের কাছে কিংস ইলেভেন পঞ্জাবের ৩০ রানে হারের পর একদিকে জমে গেল প্লে অফে ওঠার লড়াই, অন্যদিকে বোঝা গেল এবার প্রীতি জিন্টাকে আইপিএল থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে। আজ সান রাইজার্স জেতায় প্লে অফের লড়াইয়ে এখন অনেকটাই খোলা।
ধোনিরা আগেই প্লে অফে উঠে গেছেন, এবার বাকি তিনটে দলের মধ্যে লড়াইয়ে ব্যাঙ্গালুরু, মুম্বই, রাজস্থান। আজ জেতায় বেঙ্গালুরুকে ধরে ফেলল সান। প্লে অফে আসল লড়াইটা এখন গেইলদের সঙ্গে স্টেইনদের।
একটা সময় মনে হচ্ছিল আজ ম্যাচের প্রীতির গালে হাসিটা থেকে যাবে। কিন্তু ব্যাটিংয়ের ভরাডুবিতে ফের ডুবল কিংস ইলেভেন পঞ্জাব। ১৫১ রান তাড়া করতে নেমে ১২০ অবধি উঠেই দম বেরিয়ে গেল পঞ্জাবের। বুড়োর দল হিসাবে কুখ্যাত প্রীতির দলের হয়ে সর্বাধিক রান করলেন আইপিএল ফাইভে শ্লীলতাহানী কাণ্ডে অভিযুক্ত লুক পমারসব্যাচ। পমারসব্যাচ করলেন ৩৩ রান। সান রাইজার্সও অবশ্য শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। সেখানে থেকে ক্যামেরুন হোয়াইটের দলকে উদ্ধার করেন পার্থিব প্যাটেল।
First Published: Saturday, May 11, 2013, 23:39