Last Updated: Friday, February 14, 2014, 13:47
বিধানসভায় বিতর্কিত জনলোকপাল বিল পেশে মরিয়া দিল্লি সরকার। গতকালের পর আজও বিধানসভায় বিল পেশের চেষ্টা করবে আম আদমি পার্টির সরকার। বিধানসভায় বিজেপি ও কংগ্রেসের বিক্ষোভের জেরে গতকাল বিতর্কিত জনলোকপাল বিল পেশ হয়নি। শুক্রবার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।