Last Updated: Thursday, February 20, 2014, 09:16
রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার পথে কেন্দ্র।
এর আগে নলিনী শ্রীহরন সহ রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সব্যস্ত সাতজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। জয়ললিতার এই রাজনৈতিক পদক্ষেপ লোকসভা ভোটের আগে কেন্দ্র আর তামিলনাড়ুর দ্বন্ধকে উসকে দিল। তবে এই সিদ্ধান্তের সঙ্গেই মাস্টারস্ট্রোকটা খেলে দিয়েছেন জয়ললিতা। তিনি এই সিদ্ধান্তে সাড়া দেওয়ার সময় জন্য কেন্দ্রকে তিনদিন সময় দিয়েছেন। এই তিনদিনে কেন্দ্রের তরফ থেকে কোনও রকম প্রতিক্রিয়া জানানো না হলে জয়ললিতা তাঁর ক্ষমতার ব্যবহার করে এই সাতজনকে মুক্তি দেবেন বলে ঘোষণা করেছেন।