Last Updated: Thursday, January 24, 2013, 12:38
বিশ্বরূপমকে নিষিদ্ধ করায় জয়ললিতা সরকারের বিরুদ্ধে `সাংস্কৃতিক সন্ত্রাস` চালানোর অভিযোগ আনলেন অভিনেতা-পরিচালক কমল হাসান। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি মাদ্রাস হাইকোর্টে মামলা দায়ের করলেন তিনি। এর আগেই সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর সমস্ত জেলার সিনেমা হল মালিকদের মৌখিক ভাবে এই ছবির অগ্রিম বুকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জয়ললিতা সরকারের পক্ষ থেকে। কয়েকটি মুসলিম সংগঠনের বিরোধিতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সংগঠনগুলির দাবি, `মুসলিম বিরোধী` এই ছবি প্রদর্শিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়ে পারে।