kamduni chargesheet - Latest News on kamduni chargesheet| Breaking News in Bengali on 24ghanta.com
কামদুনি: মূল অভিযুক্তদের নাম ছাড়াই জমা পড়ল চার্জশিট

কামদুনি: মূল অভিযুক্তদের নাম ছাড়াই জমা পড়ল চার্জশিট

Last Updated: Saturday, June 29, 2013, 17:29

মূল তিন অভিযুক্তের নাম বাদ দিয়ে কামদুনি কাণ্ডে চার্জশিট জমা দিল সিআইডি। আদালতে সিআইডির জমা দেওয়া চার্জশিটে নাম রয়েছে ছয় জন অভিযুক্তির। তাদের বিরুদ্ধে ৩৭৬-এ ধারায় গণধর্ষণ, ৩০২ ধারায় খুন, ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাট এবং ১২০-বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গণধর্ষনের ফলেই মৃত্যু হয়েছে নির্যাতিতা তরুণীর।