কামদুনি: মূল অভিযুক্তদের নাম ছাড়াই জমা পড়ল চার্জশিট

কামদুনি: মূল অভিযুক্তদের নাম ছাড়াই জমা পড়ল চার্জশিট

কামদুনি: মূল অভিযুক্তদের নাম ছাড়াই জমা পড়ল চার্জশিটমূল তিন অভিযুক্তের নাম বাদ দিয়ে কামদুনি কাণ্ডে চার্জশিট জমা দিল সিআইডি। আদালতে সিআইডির জমা দেওয়া চার্জশিটে নাম রয়েছে ছয় জন অভিযুক্তির। তাদের বিরুদ্ধে ৩৭৬-এ ধারায় গণধর্ষণ, ৩০২ ধারায় খুন, ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাট এবং ১২০-বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গণধর্ষনের ফলেই মৃত্যু হয়েছে নির্যাতিতা তরুণীর।

চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে সিআইডি। তাই ৩৭৬-এ ধারাতেও মামলা রজু হয়েছে ছয় অভিযুক্তের বিরুদ্ধে। এখনও ফেরার কামদুনি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত রফিক। রফিকের বিরুদ্ধে চার্জশিট দেয়নি সিআইডি। চার্জশিটে নাম নেই অপর দুই মূল অভিযুক্ত আমিন এবং নূর আলির। ফরেন্সিক রিপোর্ট এলে এদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।

অন্যদিকে, কামদুনিকাণ্ডে জমা পড়েছে গোয়েন্দা রিপোর্ট৷ তাতে টুম্পা-মৌসুমী সহ মোট ৬ জন প্রতিবাদী মহিলার, সিপিআইএমের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷

First Published: Saturday, June 29, 2013, 17:29


comments powered by Disqus