Last Updated: Tuesday, January 8, 2013, 18:25
ফের বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। কেলকার কমিটির সুপারিস মেনে ডিজেলের দাম লিটারে দু থেকে তিন টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে ডিজেলের দাম খোলা বাজারের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।