Last Updated: Monday, December 17, 2012, 17:31
ডার্বি ম্যাচ বিতর্কের তদন্তে একসদস্যের কমিশন গঠন করল এআইএফএফ। সুপ্রিম
কোর্টের প্রাক্তন বিচারপতি এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলিকে নিয়ে গঠিত হচ্ছে এই কমিশন। ২৪
শে ডিসেম্বর দিল্লিতে মোহনবাগান এবং এআইএফএফ-এর বক্তব্য শুনবেন তিনি। খতিয়ে
দেখবেন ওই ম্যাচের ভিডিও ক্লিপিংসও। সেদিন মোহনবাগানের নিরাপত্তাহীনতার
দোহাই দিয়ে দল তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল মূলত সেটাই বিচার করবেন
তিনি। ফেডারেশন তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব তাঁর রায় জানাতে অনুরোধ করেছে।