Last Updated: January 6, 2012 20:25

জাতীয় লিগের পর এবার কলকাতা লিগ! ফের সম্মানের ডার্বি ম্যাচে জিতল সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার যুবভারতী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগের দৌড়ে থাকার ক্ষীণ আশা জাগিয়ে রাখল মোহনবাগান। খেলার ২২ এবং ২৮ মিনিটের মাথায় গোল দু'টি করেন ওডাফা ওকোলি এবং মণীশ ভার্গভ।
সুব্রত ভট্টাচার্য-প্রশান্ত বন্দ্যোপাধ্যায় জুটির নিপুণ কৌশলের কাছে এদিন কার্যত আত্মসমর্পণে বাধ্য হল জেমস মরগ্যানের টিম। গোটা ম্যাচে সংশয়াতীত প্রাধান্য ছিল মোহনবাগানের। চোট কাটিয়ে মাঠে ফেরা ওডাফা ওকোলি এবং ব্যারেটোর এদিনের ফর্ম নিশ্চিত ভাবেই অনেকটা দুশ্চিন্তামুক্ত করল সবুজ মেরুন সমর্থকদের।
First Published: Saturday, January 7, 2012, 16:57