Last Updated: Friday, October 26, 2012, 12:00
হলদিয়া বন্দরের সঙ্কট অব্যহত । পণ্য খালাস না করতে পেরে বৃহস্পতিবার একটি মালবাহী জাহাজ ওড়িশার ধামড়া বন্দরে চলে যেতে বাধ্য
হয়েছে। ওই জাহাজটিতে এনটিপিসির ফরাক্কা ও কাহালগাঁ তাপবিদ্যুত কেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছিল। অভিযোগ, এম এস বার্জের বদলে বেআইনি ভাবে ৪টি
ইনল্যান্ড বার্জের সাহায্যে কয়লা নামানোর চেষ্টা করছিল বন্দর কর্তৃপক্ষ।