Last Updated: October 17, 2012 14:31

ভাড়া না দেওয়ার অভিযোগে তিন স্কুলছাত্রকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। ওই ৩ ছাত্রের মধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জিটি রোডে।
এই ঘটনা ঘটার পরেই চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে যায় চালক। যাত্রীসহ বাসটি ধাক্কা মারে একটি দোকানে। উত্তেজিত জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে অবরোধ শুরু হয় জিটি রোডে। পুলিস বাসটিকে সরানোর চেষ্টা করলে উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে । পুলিস প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এধরনের ঘটনা ঘটছে। বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থাই নেয়নি পুলিস প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
First Published: Wednesday, October 17, 2012, 14:31