Last Updated: Friday, November 29, 2013, 21:11
ইন্টার্নকে যৌন হেনস্থাকারী প্রাক্তন বিচারপতির নাম প্রকাশ্যে আনল সুপ্রিমকোর্ট। ডিসেম্বরে একটি হোটেলের রুমে তাঁরই তত্ত্বাবধানে থাকা শিক্ষানবিশ আইনজীবীকে যৌন হেনস্থা করেছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি একে গাঙ্গুলি। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। যদিও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী গাঙ্গুলি জানিয়েছেন ``আমি নির্দোষ। আমআর কর্মজীবনে বহু ইন্টার্নকে নিয়ে কাজ করেছি। আমি তাদের চিরকাল আমার সন্তানের মত দেখে এসেছি। এই অভিযোগ শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি``