Last Updated: Saturday, January 26, 2013, 17:14
`চিনা বিপ্লব` রুখে দিয়ে পরপর দুবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চিনের লি না কে হারিয়ে খেতাব জিতলেন শীর্ষ বাছাই বেলারুশের সুন্দরী এই টেনিস তারকা। প্রথম সেটে পিছিয়ে থেকেও দুরন্ত টেনিস খেলে অসি ওপেন জিতে নিলেন আজারেঙ্কা। ফাইনালে জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৩। তবে মেলবোর্ন পার্ক জুড়ে আফশোস চিনের লি নাকে নিয়ে।