Last Updated: Friday, January 27, 2012, 21:14
কর্নাটকে অবৈধ আকরিক লোহা খনন মামলায় সোমানাহল্লি মাল্লাইয়া কৃষ্ণকে আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সুরিন্দর সিং নিজ্ঝর, বিচারপতি আলতামাস কবির এবং বিচারপতি জ্ঞানসুধা মিশ্রকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ বিদেশমন্ত্রীর বিরুদ্ধে লৌহ আকরিক কাণ্ডের তদন্ত জারি রাখার লোকায়ুক্ত আদালত ও কর্নাটক হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে।