Last Updated: Thursday, November 22, 2012, 09:37
মুম্বই সন্ত্রাসের পর পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া আলোচনার দরজা একটু একটু করে খুলতে শুরু করেছিল। গত ৪ বছরে
২৫ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। পারস্পরিক আস্থা ফেরাতে আশ্বাস শোনা গিয়েছে দুতরফেই। আর
এরই মধ্যে গতকাল ফাঁসি হল আজমল কসাভের। ভারতের এই পদক্ষেপকে কীভাবে নেবে পাকিস্তান? এখন প্রশ্ন
এটাই।