Last Updated: Monday, January 14, 2013, 11:26
ক্যাঙারুর দেশে র্যাকেটের লড়াই শুরুর সঙ্গে সঙ্গেই সরগরম। আজ শুরু হয়ে গেল বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নের হাঁসফাস গরম, দর্শকদের আবেগ, আর রড লেভার এরিনাকে ঘিরে মিডিয়ার উত্সাহ এখন তুঙ্গে।