Last Updated: Wednesday, January 1, 2014, 15:58
স্পেনের বিচে দুজনের ছুটি কাটানোর ছবি মিডিয়ায় প্রকাশের পর থেকেই বলিউডে আলোচনার শীর্ষে থেকেছেন রনবীর-ক্যাটরিনা। গতবছরের হটেস্ট জুটি ছিলেন তাঁরাই। কফি উইথ করণ-এর শোয়ে এসে করিনাও ক্যাট-রনবীরের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বললেও, ক্যাটরিনা কিন্তু জানিয়ে দিলেন রনবীর তাঁকে মোটেও বিয়ের প্রস্তাব দেননি।