রনবীর এখনও বিয়ের প্রস্তাব দেয়নি: ক্যাটরিনা

রনবীর এখনও বিয়ের প্রস্তাব দেয়নি: ক্যাটরিনা

রনবীর এখনও বিয়ের প্রস্তাব দেয়নি: ক্যাটরিনাস্পেনের বিচে দুজনের ছুটি কাটানোর ছবি মিডিয়ায় প্রকাশের পর থেকেই বলিউডে আলোচনার শীর্ষে থেকেছেন রনবীর-ক্যাটরিনা। গতবছরের হটেস্ট জুটি ছিলেন তাঁরাই। কফি উইথ করণ-এর শোয়ে এসে করিনাও ক্যাট-রনবীরের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বললেও, ক্যাটরিনা কিন্তু জানিয়ে দিলেন রনবীর তাঁকে মোটেও বিয়ের প্রস্তাব দেননি।

তবে জানা যাচ্ছে ক্যাটরিনা যাই বলুন না কেন বিয়ে করতে যথেষ্ট উত্সাহী রনবীর। ইতিমধ্যেই বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন। ক্যাটরিনাই নাকি এখন কেরিয়ারে মনোনিবেশ করার জন্য বিয়ে করতে ইচ্ছুক নন।

এর আগে একটি সাক্ষাত্কারে রনবীর বলেছিলেন ২৮ বছর বয়সে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তিনি। যদিও সেই বয়স এখন পেরিয়ে গিয়েছেন তিনি। রনবীরের বর্তমানে রনবীরের বয়স ৩১, ক্যাটরিনার ২৯। এই বছর কি বাজবে বিয়ের সানাই? জানতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই দর্শকদের।



First Published: Wednesday, January 1, 2014, 17:56


comments powered by Disqus