Last Updated: Tuesday, November 12, 2013, 11:49
মেঘালয়ের রাজধানী শিলং শহরে চলছে ওয়াইন উত্সব। অংশ নিয়েছে সে রাজ্যের এগারোটি ওয়াইন প্রস্তুতকারি সংস্থা। বিভিন্ন ফলের রস থেকে কিভাবে ওয়াইন তৈরি করা হয়, তা তুলে ধরা হয়েছে উত্সবে। যা চেখে দেখতে দেশ-বিদেশের পর্যটকদের উপছে পড়া ভিড়। : শুধু নাসিক কিম্বা গোলকুণ্ডা নয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও বাড়ছে ওয়াইন তৈরির প্রবণতা। যার মধ্যে অন্যতম হল মেঘালয়।