Last Updated: June 4, 2014 23:49

শ্লীলতাহানিতে বাধা পাওয়ায় ছেলেমেয়েদের সামনেই মাকে নৃশংসভাবে খুন করল জঙ্গিরা। গতকাল এই নারকীয় ঘটনাটি ঘটেছে মেঘালয়ের দক্ষিণ গারো জেলায়। ওই মহিলার পাঁচ সন্তানের সামনেই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে গারো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের জঙ্গিরা। কিন্তু মহিলা বাধা দেওয়ায় পাঁচ সন্তান ও মহিলার স্বামীকে একটি ঘরে বন্দি করে ফেলে জঙ্গিরা।
এরপরই ওই মহিলাকে লক্ষ্য করে পরপর ছটি গুলি ছোড়ে জঙ্গিরা। দুহাজার বারো সালেই কেন্দ্রীয় সরকার গারো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভারতে মেয়েদের উপর বেড়ে চলা ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন বিদেশ দফতরের উপ মুখপাত্র মেরি হর্ফ। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীও জানিয়েছেন নারীদের উপর বেড়ে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র গুরুত্ব দিয়েই দেখছে।
First Published: Wednesday, June 4, 2014, 23:49