middel east - Latest News on middel east| Breaking News in Bengali on 24ghanta.com
অশান্ত গাজায় হিলারি

অশান্ত গাজায় হিলারি

Last Updated: Tuesday, November 20, 2012, 19:03

গাজায় শান্তি ফেরানোর উদ্যোগে মার্কিন বিদেশ সচিব হিলারি রডহ্যাম ক্লিন্টন মঙ্গলবারই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইজরায়েলি হানায় গাজায় রক্তক্ষরণের সপ্তমদিনে হিলারির সফরকে গুরুত্ব দিচ্ছে সব মহল। খবরে প্রকাশ প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন হিলারি। হোয়াইট হাউস সূত্রের খবর ইতিমধ্যেই মধ্যপ্রাচের উদ্দেশে যাত্রা করেছেন মিসেস ক্লিন্টন।