Last Updated: November 20, 2012 19:03

গাজায় শান্তি ফেরানোর উদ্যোগে মার্কিন বিদেশ সচিব হিলারি রডহ্যাম ক্লিন্টন মঙ্গলবারই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইজরায়েলি হানায় গাজায় রক্তক্ষরণের সপ্তমদিনে হিলারির সফরকে গুরুত্ব দিচ্ছে সব মহল। খবরে প্রকাশ প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন হিলারি। হোয়াইট হাউস সূত্রের খবর ইতিমধ্যেই মধ্যপ্রাচের উদ্দেশে যাত্রা করেছেন মিসেস ক্লিন্টন। এই মধ্যপ্রাচ্য সফরে হিলারি ইজরাইল, প্যালেস্তাইন ও মিশরের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। এরপর জেরুজালেমে ইজরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন হিলারি। সব শেষে তিনি যাবেন কায়রোয়।
গাজায় হিংসা থামাতে মরিয়া ওবামা চাইছেন হিলারির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করতে। তবে এতে শান্তি ফিরবে কি না এমন কিছু আশা প্রায় কেউই করছেন না। এদিকে, যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কে মুন। সপ্তম দিনের মতো গাজায় ইজরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবারও ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়েছে। সরকারিভাবে ১১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সাধারণ মানুষ।
First Published: Tuesday, November 20, 2012, 19:03