mining mafia - Latest News on mining mafia| Breaking News in Bengali on 24ghanta.com
মধ্যপ্রদেশ পুলিসকে দুষে সিবিআই তদন্ত চাইলেন নিহত আইপিএস-এর বাবা

মধ্যপ্রদেশ পুলিসকে দুষে সিবিআই তদন্ত চাইলেন নিহত আইপিএস-এর বাবা

Last Updated: Friday, March 9, 2012, 12:38

মধ্যপ্রদেশে তরুণ আইপিএস অফিসার নরেন্দ্রকুমার সিংয়ের খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, রাজ্যপ্রশাসনের উঁচুতলার যোগসাজশে, সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে মোরেনা জেলার বানমোরের সাব ডিভিশনাল পুলিস অফিসার (এসডিপিও) পদে কর্মরত ৩০ বছরের ওই আইপিএস অফিসারকে।