Last Updated: Sunday, August 25, 2013, 09:36
গণধর্ষণের পর নির্ভয়া ও তার সঙ্গীকে খুন করতেই চেয়েছিল অভিযুক্তরা। সেকারণেই নির্ভয়া ও তার সঙ্গীকে নৃশংসভাবে মারা হয়েছিল। আদালতে এমনটাই জানালেন সরকারি আইনজীবী দয়ান কৃষ্ণন। সরকারি আইনজীবীর এই বক্তব্য নির্ভয়ার মামলাকে মজবুত করবে বলেই মনে করছে বিভিন্ন মহল।