Last Updated: August 24, 2013 10:56

গতকাল মুম্বইয়ে চিত্রসাংবাদিকের গণধর্ষণের ঘটনায় লজ্জায় স্তম্ভিত হয়েছিল গোটা দেশ। সেই লজ্জাকে কয়েকগুন বাড়িয়ে দিল রাজধানীর রাজপথ। চলতি সপ্তাহেই ১৫বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল শনিবার।
নয়াদিল্লির সফদরগঞ্জ হাসপাতালের বাইরে থেকে নিগৃহীতা কিশোরীকে তিন দুষ্কৃতী অপহরণ করে। অভিযোগ, এরপর ছত্তরপুরে কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
পুলিসের তরফে, ঘটনার মূল অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। যদিও বাকি দুই অভিযুক্ত এখনও ফেরার।
পুলিস সূত্রে খবর ঘটনার দিদিকে দেখতে সফদরগঞ্জ হাসপাতালে এসেছিল ওই কিশোরী। কিশোরীর দিদি ঘটনার তিনদিন আগে সন্তান প্রসব করেন। দিদিকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলে কিশোরী। সাহায্যের নাম করে মূল অভিযুক্ত মেয়েটিকে রাজধানীর ছত্তরপুর অঞ্চলে নিয়ে আসে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও দুই অভিযুক্ত।
মেয়েটিকে সেখানেই ধর্ষণ করে মূল অভিযুক্ত। বাকি দুই অভিযুক্ত তার শ্লীলতাহানি করে। এরপর একটি অটোতে করে ওই তিন অভিযুক্তি মেয়েটিকে সফদরগঞ্জ হাসপাতালে ছেড়ে দিয়ে যায়। মেয়েটি তার বাবা-মাকে ঘটনাটি জানালে তাঁরা পুলিসে অভিযোগ করেন।
বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাসি চালাচ্ছে দিল্লি পুলিস।
First Published: Saturday, August 24, 2013, 10:56