Last Updated: Thursday, December 20, 2012, 18:59
বছরভর হারের রেশটা শেষের দিকেও থেকে গেল মোহনবাগানের। ব্যর্থতা, আর বিতর্কের মরসুমের শেষের দিকটা মোহনবাগানে খারাপই গেল। ময়দানের ঐতিহ্যের বড় ম্যাচে মুখ পুড়ল সবুজ মেরুনের দল। ওডাফা-টোলগের যুগলবন্দীতেও হারের রাস্তা থেকে বেরিয়ে আসত পারল না মোহনবাগান। কলকাতা ফুটবলে ক্রমশ বর্ণহীন হতে থাকা সাদা কালো জার্সির মহামেডান স্পোর্টিংয়ের কাছে হেরে মোহনবাগান থাকল অন্ধকারেই। যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা প্রিমিয়র লিগের ম্যাচে মোহনবাগান ০-১ গোলে হারল অলোক মুখোপাধ্যায়ের দলের বিরুদ্ধে।