Last Updated: September 24, 2012 21:39

মোহনবাগান (২): মহামেডান (১)
ফেডারেশন কাপে সম্মানরক্ষার ম্যাচে জয় পেল মোহনবাগান। গ্রুপ লিগের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ২-১ গোলে হারাল সন্তোষ কাশ্যপের ছেলেরা। ওডাফাকে মাঠের বাইরে রেখেই দল নামিয়েছিলেন মোহনবাগান কোচ।খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন শিবির।পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জুয়েল রাজা।
প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য ।যদিও দ্বিতীয়ার্ধের শুরুর দশ মিনিটের মধ্যেই দুগোলে এগিয়ে যায় মোহননাগান। তিন মিনিটের ব্যবধানে গোল করে যান সাবেথ আর মনীশ মাথানি। যদিও কিছুক্ষণের মধ্যেই ডেভিড সানডের গোলে ব্যবধান কমায় মহমেডান। শেষদিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপায় সাদা-কালো শিবির। কিন্তু কাঙ্খিত গোল পায়নি মহমেডান। জিতলেও গতবারের মত এবারও ফেডারেশন কাপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সবুজ-মেরুন শিবিরকে।
First Published: Monday, September 24, 2012, 21:39