Last Updated: Thursday, May 3, 2012, 13:26
সুরাট বিস্ফোরণে মূল অভিযুক্ত মহম্মদ হানিফ ওমরজি প্যাটেল ওরফে টাইগার হানিফকে ভারতে প্রত্যর্পণে সবুজ সঙ্কেত দিল লন্ডনের আদালত। ১৯৯৩-এ সুরাটে একটি স্কুলে বিস্ফোরণে মৃত্যু হয় ৮ বছর বয়সী এক ছাত্রীর। আহত হন প্রায় ৩৮ জন।