Last Updated: Sunday, August 4, 2013, 11:47
বারাসতকাণ্ডের পুনরাবৃত্তি কাটোয়ায়। ফের দিদির শ্লীলতাহানি রুখতে গিয়ে খুন হলেন ভাই। বর্ধমানের কাটোয়ার নসীপুরে আজ ভোরবেলায় এক আদিবাসী পরিবারের বাড়িতে হানা দেয় চার দুষ্কৃতী। দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই বোনকে। বোনের সম্মান রক্ষা করতে দুষ্কৃতীদের বাধা দেয় ভাই। ক্ষিপ্ত দুষ্কৃতীরা ভাইকে গুলি করে খুন করে। গুলির শব্দে এবং চিত্কারে গ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়।