Last Updated: Tuesday, November 6, 2012, 21:22
মোহনবাগানের এখন সুখের সংসার। জয়ের হ্যাটট্রিকের পর নতুন উদ্দমে টগবগে পালতোলা নৌকা। মঙ্গলবার থেকেই
ওএনজিসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল সবুজ-মেরুন শিবির। পরপর তিনটি ম্যাচ জয়ের ধারাবাহিকতাই বজায়
রাখতে চাইছেন অস্থায়ী কোচ মৃদুল ব্যানার্জি। দলের অন্যতম সিনিয়র সদস্য দীপেন্দু বিশ্বাস বলছেন,আরও দুটো ম্যাচ
জিতে করিম আসার আগে আরও ভাল জায়গায় পৌঁছতে চান তারা।