Last Updated: November 6, 2012 21:22

মোহনবাগানের এখন সুখের সংসার। জয়ের হ্যাটট্রিকের পর নতুন উদ্দমে টগবগে পালতোলা নৌকা। মঙ্গলবার থেকেই ওএনজিসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল সবুজ-মেরুন শিবির। পরপর তিনটি ম্যাচ জয়ের ধারাবাহিকতাই বজায় রাখতে চাইছেন অস্থায়ী কোচ মৃদুল ব্যানার্জি। দলের অন্যতম সিনিয়র সদস্য দীপেন্দু বিশ্বাস বলছেন,আরও দুটো ম্যাচ জিতে করিম আসার আগে আরও ভাল জায়গায় পৌঁছতে চান তারা।
ওএনজিসি-র বিরুদ্ধে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশই মাঠে নামাতে চান মৃদুল ব্যানার্জি। বুধবার সকালে অনুশীলন করে বিকেলে দিল্লি উড়ে যাবে মোহনবাগান। যদিও আইলিগের মাঝপথেই অসি গোলমেশিন টোলগের চোট সবুজ মেরুন শিবিরের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে। গুরুতর চোট নিয়ে টোলগে এখন অস্ট্রেলিয়ায়। প্রথম পর্বে আই লিগের ম্যাচ গুলোতে তাঁর খেলাই অনিশ্চিত। তবে স্বস্তি একটাই টোলগেকে ছাড়াই লিগের পরপর দু`টো ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। টোলগের অনুপস্থিতিতে স্ট্যানলির ফর্মে কিছুটা স্বস্তিতে মোহন টিম ম্যানেজমেন্ট। যদিও দীপেন্দু বিশ্বাসের মতে টোলগের অনুপস্থিতি সমস্যায় পড়বে মোহনবাগান।
First Published: Tuesday, November 6, 2012, 21:22