Last Updated: Sunday, May 25, 2014, 19:55
এখনও অধরা কসবায় যুবক খুনে মূল অভিযুক্ত মুন্না ও তার সঙ্গীরা। মুন্নার সিন্ডিকেটরাজ ও তোলাবাজির প্রতিবাদ করে খুন হন কসবার যুবক মনোজ সাউ। খুনের পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও মুন্নার হদিশই করতে পারল না পুলিস। অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠ হওয়াতেই মুন্নাকে গ্রেফতারের জন্য সক্রিয় হচ্ছে না পুলিস।