Last Updated: Monday, November 18, 2013, 17:37
খুন নয়, সল্টলেকে মা-ছেলের রহস্যমৃত্যু ঘিরে ক্রমেই জোরদার হচ্ছে আত্মহত্যার তত্ত্ব। পরিকল্পনা করেই মাকে সঙ্গে নিয়ে রবিবার সেক্টর ফাইভে মাছের ভেড়িতে গিয়েছিলেন সৌম্য ভট্টাচার্য। এজন্য আগে থেকে জায়গাটি রেকি করে যান তিনি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই তথ্য। মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা বলে মনে করছে মৃতের পরিবারও। সেক্টর ফাইভে মাছের ভেড়িতে মা-ছেলের জোড়া দেহ উদ্ধার হয়েছিল রবিবার রাতে। এটি পূর্ব-পরিকল্পিত আত্মহত্যার ঘটনা। প্রাথমিক তদন্তের পর এটাই মত পুলিসের। মৃতের পরিবারের বক্তব্যও একই দিকে ইঙ্গিত করছে।