Last Updated: Friday, July 13, 2012, 16:29
গ্রেফতার হওয়ার ১১৮ দিন পর অবশষে জামিন পেলেন লক্ষ্মণ শেঠ। শুক্রবার বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি তৌফিকউদ্দিনকে নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০০৭ সালের নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডের প্রধান অভিযুক্ত, তমলুকের প্রাক্তন সিপিআইএম সাংসদের জামিনের আবেদন মঞ্জুর করে।