narula institute of - Latest News on narula institute of | Breaking News in Bengali on 24ghanta.com
বেলঘড়িয়ায় ছাত্র বিক্ষোভ

বেলঘড়িয়ায় ছাত্র বিক্ষোভ

Last Updated: Saturday, September 22, 2012, 12:27

ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হল বেলঘড়িয়ার নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি। ক্যাম্পাসিংয়ের দাবিতে শুক্রবার বিকেল থেকে সংস্থার অধ্যাপকদের ঘেরাও করে রাখে ছাত্ররা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোনও ক্যাম্পাসিং হচ্ছে না ইন্সটিটিউটে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত ক্যাম্পাসিংয়ের লিখিত প্রতিশ্রুতির দাবিতে গতকাল তারা ঘেরাও শুরু করে।