Last Updated: September 22, 2012 12:27

ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হল বেলঘড়িয়ার নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি। ক্যাম্পাসিংয়ের দাবিতে শুক্রবার বিকেল থেকে সংস্থার অধ্যাপকদের ঘেরাও করে রাখে ছাত্ররা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোনও ক্যাম্পাসিং হচ্ছে না ইন্সটিটিউটে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত ক্যাম্পাসিংয়ের লিখিত প্রতিশ্রুতির দাবিতে গতকাল তারা ঘেরাও শুরু করে।
শুক্রবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী। পুলিস ইন্সটিটিউটের গেট খোলার চেষ্টা করে। তার জন্য ঘটনাস্থলে ক্রেনও আনা হয়। কিন্তু ছাত্র বিক্ষোভের জেরে শেষ পর্য়ন্ত পিছু হটে পুলিস। ঘেরাও এখনও চলছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিসবাহিনী।
First Published: Saturday, September 22, 2012, 12:27