Last Updated: Monday, February 20, 2012, 15:43
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব খারিজ করে ইরান থেকে তেল আমদানী অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নয়াদিল্লির এই সিদ্ধান্তকে ওয়াশিংটনের মুখে `সপাটে থাপ্পড়` বলেই মনে করছেন প্রাক্তন মার্কিন কূটনীতিক নিকোলাস বার্নস।