Last Updated: Sunday, January 27, 2013, 18:14
অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিকটা করেই ফেললেন নোভাক জকোভিচ। রড লেভার এরেনায় তৈরি করলেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে টানা তিন বছর দখলে রাখলেন বছরের প্রথম গ্র্যান্ডস্লামের রুপোলী ট্রফিটা। বাকি তিনটে গ্র্যান্ডস্লামের অধিপতি হিসাবে কেউই না কেউই উঠে এলেও এতদিন পর্যন্ত অসি ওপেনের অধীশ্বর কেউই ছিলেন না। আজ সেই মিথ ভেঙে ফেললেন বিশ্বের অধুনা এক নম্বর। ক্যাঙারুর দেশের স্লামটাকে
'জকোভিচ স্লাম' বানিয়ে ফেললেন ২৬ বছরের সার্বিয়ান।