Last Updated: Monday, December 16, 2013, 09:10
দিল্লি ধর্ষণ কাণ্ডের পর নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন জারি করেছে কেন্দ্র। আগের চেয়ে কড়া হয়েছে একাধিক রাজ্য সরকার। কিন্তু তারপরেও মহিলাদের ওপর নির্যাতনের ছবিটা বদলায়নি। মুম্বইয়ে চিত্রসাংবাদিক ধর্ষণ থেকে এরাজ্যের কামদুনি, খোরজুনা কাণ্ড তার বড় প্রমাণ।