Last Updated: Tuesday, June 25, 2013, 12:29
পাঁচ দফা নয়, বাহিনী সমস্যা মেটাতে পঞ্চায়েত ভোটকে চার দফায় করতে রাজি রাজ্য সরকার। প্রথম দফায় দোসরা জুলাই, জঙ্গলমহলের তিন জেলায় ভোট করানোর প্রস্তাব দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। চৌঠা জুলাই, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ভোট করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। ছয়ই জুলাই নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমে ভোট করার প্রস্তাব সরকারের।