Last Updated: Saturday, May 19, 2012, 21:28
ফের গণধর্ষণের অভিযোগ। এবার অভিযোগকারিনী এক গৃহবধূ। ঘটনা উত্তর কলকাতার বাগবাজার এলাকার। অভিযোগ, পনের দিন আগে গোপীমোহন দত্ত লেনের বাসিন্দা এক মহিলাকে ধর্ষণ করে ওই বাড়িরই ভাড়াটে দুই যুবক। যুবকদের শাসানিতে এবং সামাজিক বদনামের ভয়ে এতদিন কিছু জানাননি ওই মহিলা।