Last Updated: Monday, May 19, 2014, 17:13
মাত্র দিন কয়েক আগেই নির্বাচনে দেশ জুড়ে ল্যান্ড স্লাইড জয়ের আনন্দে এমনিতেই মাতোয়ারা সঙ্ঘ পরিবার সহ বিজেপি ব্রিগেড। এবার সেই আনন্দেই বোধহয় যোগগুরু রামদেবের সঙ্গে মহাত্মা গান্ধীর তুলনা টানলেন বিজেপি নেতারা । ভোটারদের সচেতনতা `জাগ্রত` করার জন্য যোগগুরুকে অকুণ্ঠ ধন্যবাদ জানালেন তাঁরা। শুধু তাই নয় তাঁদের মতে রামদেবের এই প্রচেষ্টা মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণের সংগ্রামের সঙ্গে তুলনীয়।