Last Updated: Saturday, February 9, 2013, 14:32
বসন্ত রীতিমত জাগ্রত দ্বারে। তার সঙ্গেই বেশ সাজুগুজু করে হাজির প্রেম সপ্তাহ। প্রেম সপ্তাহতে রেস্তোরাঁ, ফুড কোর্ট তো চলতেই থাকবে। এর মধ্যেই আপনার হাতের জাদুতে না হয় মুগ্ধ করুন কাছের মানুষটিকে। শীতের শেষে ঠাণ্ডা পম আইসক্রিম পপ আপনাদের জীবনে প্রেম আরও জমাটি করে তুলবেই।