Last Updated: Thursday, January 5, 2012, 16:02
সরকার বিরূপ মনোভাব ত্যাগ করলেই রাজ্যে বিনিয়োগের কথা ভাববে টাটা মোটরস। দিল্লিতে আজ এই মন্তব্য করেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এর আগেও পশ্চিমবঙ্গে টাটা মোটর্সের বিনিয়োগ নিয়ে এই অবস্থানই নিয়েছিলেন টাটা।