বাংলায় বিনিয়োগ, টাটার গলায় ইতিবাচক সুর, Tata Motors has positive note

বাংলায় বিনিয়োগ, টাটার গলায় ইতিবাচক সুর

বাংলায় বিনিয়োগ, টাটার গলায় ইতিবাচক সুরসরকার বিরূপ মনোভাব ত্যাগ করলেই রাজ্যে বিনিয়োগের কথা ভাববে টাটা মোটরস। দিল্লিতে আজ এই মন্তব্য করেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এর আগেও পশ্চিমবঙ্গে টাটা মোটর্সের বিনিয়োগ নিয়ে এই অবস্থানই নিয়েছিলেন টাটা। আজ ফের সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, অন্যান্য ক্ষেত্রে রাজ্যে টাটাদের বিনিয়োগ রয়েছে। সিঙ্গুরের ঘটনার উল্লেখ না করেই রতন টাটা জানান, টাটা মোটর্সকে এই রাজ্যে বিনিয়োগ করাতে হলে রাজ্য সরকারকে তাদের মনোভাব পরিবর্তন করতে হবে।





First Published: Thursday, January 5, 2012, 16:08


comments powered by Disqus